শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৩

বর্ষার পানিতে ভাসছে কমিউনিটি ক্লিনিক  

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন ২০১৯  

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বর্ষার পানিতে ভাসছে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকের সাথে গ্রামের সংযোগ সড়ক না থাকায় চিকিৎসাসেবা নিতে আসতে পারছেন না গ্রামের জনসাধারণ। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের অসহায় দরিদ্র লোকজন। 

খোঁজ নিয়ে জানা যায় শাল্লা উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে মাত্র ৮টি ক্লিনিকে সেবা কার্যক্রম চলছে। বাকি ৯টি ক্লিনিকে জনবল না থাকায় সেবা কার্যক্রম চালু করা যাচ্ছেনা বলে জানা যায়। অপরদিকে ৮টি ক্লিনিকের মধ্যে ৪টি ক্লিনিকই বর্ষার পানিতে রয়েছে বন্দি। এগুলো হলো- বাহাড়া ইউনিয়নের সুখলাইন কমিউনিটি ক্লিনিক, শাল্লা ইউনিয়নের মনুয়া কমিউনিটি ক্লিনিক, আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ কমিউনিটি ক্লিনিক ও হবিবপুর ইউনিয়নের হবিবপুর কমিউনিটি ক্লিনিক। 

বর্ষায় এসব কমিউনিটি ক্লিনিকগুলো গ্রাম থেকে বিচ্ছিন্ন থাকলেও নেই যোগাযোগের কোনো মাধ্যম। পারাপারের ব্যবস্থা না থাকায় গ্রামের অসুস্থ সাধারণ লোকজন প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারছেন না। অনেকেই আবার বৃষ্টির দিনে অনেকটা ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকার মাধ্যমে চিকিৎসা সেবা নিতে আসেন এসব ক্লিনিকগুলোতে। 

মনুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি গুলনাহার বেগম জানান, কমিউনিটি ক্লিনিকটি বর্ষায় পানিবন্দি থাকায় রোগীরা কম আসেন। যদি সংশ্লিষ্ট কমিটি বর্ষায় রোগীদের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো।   

সূখলাইন কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও বাহাড়া ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার ব্রজলাল দাস বলেন, অপরিকল্পিতভাবে গ্রাম থেকে দূরে এইসব কমিউনিটি ক্লিনিক স্থাপন করায় বর্তমানে চিকিৎসা সেবায় সমস্যা সৃষ্টি হচ্ছে। বর্ষায় ক্লিনিকের সাথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আলোচনা করে ক্লিনিকের সেবা কার্যক্রম আমার বাড়িতে পরিচালিত হচ্ছে। 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য গ্রাম সংলগ্ন জমি না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সকলে সাথে আলোচনা করে যোগাযোগ ব্যবস্থার চেষ্টা করা হবে।
 

এই বিভাগের আরো খবর